কিম-কেনি ওয়েস্টের বিয়ের তিনটি অনুষ্ঠান দুঃস্বপ্নে পরিণত হতে পারে!
বছরের টিভি তারকা কিম কার্দাশিয়ান এইবার কেনি ওয়েস্ট সঙ্গে বিয়ের তিনটি অনুষ্ঠান করতে যাচ্ছেন। তার মধ্যে একটি সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে এবং অপর দুইটি ফ্রান্সে হবে।
তারা বলছিলেন, “এটা খুব বড় কোনো অনুষ্ঠান হবে না। প্রায় ১৫০ জনের ব্যবস্থা।”
সূত্র জানায়, যেহেতু তারা মার্কিন নাগরিক এবং ফ্রান্সে বিয়ে করতে যাচ্ছেন তাই তাদের ওই দেশের কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। যা জটিল। কাজেই তাদের পরিকল্পনা দুঃস্বপ্নে পরিণত হতে পারে। তাই বিষয়টির বৈধতার জন্য তাদের দুজনকে প্রথমে সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে কিছু কাজ সেরে নিতে হবে।
তাদের আইনজীবী পরামর্শ দিয়েছেন, যেহেতু তারা মার্কিন নাগরিক তাই তাদের আইনি কাজটি আমেরিকাতেই সম্পন্ন করতে হবে। কিম কার্দাশিয়ানও কেনি ওয়েস্টের নয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
মন্তব্য চালু নেই