কাল মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করবেন আইনজীবীরা

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তার পাঁচ আইনজীবী।

শনিবার সকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১১টায় তারা দেখা করতে যাবেন শিশির মনির, কামাল উদ্দিন, মতিউর রহমান আকন্দ, মশিউল আলম ও নাজিবুর রহমান।

শুক্রবার রাতে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অ্যাডভোকেট শিশির মনির।

গত মঙ্গলবার সকালে আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

নিয়ম অনুযায়ী মুজাহিদের বিরুদ্ধে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হওয়ার পর তিনি এ রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবেন। রিভিউ নিষ্পত্তি হওয়ার পর যেকোনো সময় রায় কার্যকর করতে পারবে সরকার ।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ।

রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি নিয়ে আপিল করেন মুজাহিদ। ট্রাইব্যুনাল যেসব কারণে সাজা দিয়েছেন তার আইনগত ও ঘটনাগত ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি। মূল আপিল ৯৫ পৃষ্ঠার। এর সঙ্গে তিন হাজার ৮০০ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়।



মন্তব্য চালু নেই