কালীগঞ্জে ফটকি নদীর উপর ব্রীজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন নাটোপাড়া গ্রামে ও মাগুরা জেলার শালিখা উপজেলার পশ্চিমে ১নং ধনেশ্বরগাতী ইউনিয়নে ২নং ওয়ার্ডে মশাখালী, শ্রীফলতলা গ্রামের ফটকি নদী উপর ব্রীজের নির্মাণের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। এলাকাবাসীর গত বিশ বছরের প্রতিক্ষার অবসান ঘটলো । উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ বীরেন শিকদার এমপি ও ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। ফটকী নদীতে ৫১ মিটার পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজের ভিত্তি পস্তরে প্রায় সোয়া দুই কোটি ১৩ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যায়ে ব্রিজটি নির্মান করা হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ার আজীম আনার, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কুজকুমার কুন্ডু, শালিখা উপজেলার নির্বাহী অফিসার মমিন উদ্দিন হাওলাদার, শালিখা উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, ধনেশ্বরগাতী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি রনজিৎ বিশ্বাস, কালীগঞ্জ উপজেলার ২ নং জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, ৩নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, মাগুরা জেলার আওয়ামীলীগের সাবেক সদস্য সরোয়ার মল্লিকসহ এলাকার সাধারণ জনগন।



মন্তব্য চালু নেই