কালীগঞ্জে এমপি আনারকে হত্যা চেষ্টাকারী গড ফাদারদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ
এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারকে হত্যা প্রচেষ্টাকারী গডফাদারদের বিচারের দাবীতে আ’লীগের উদ্যোগে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ পৌর আ”লীগের উদ্যোগে মিছিলটি নলডাঙ্গা সরকারী ভূষণ হাইস্কুল রোডস্থ দলীয় কার্ষালয়ের সামনে থেকে বের হয়ে শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিন শেষে পথ সভাতে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী, উপজেলা ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, পৌর আ’লীগের সাধারন সম্পাদক তোরাপ আলী, সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, যুবলীগের উপজেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য গত ২ নভেম্বর বুধবার রাতে
১৫ লাখ টাকা চুক্তিতে ৮ দুর্বৃত্ত এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার চেষ্টা চালিয়েছিল। এ ঘটনার সময়ে জনতা আবু সাইদ কে হাতে নাতে ধরলেও অন্যরা পালিয়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে কওছার নামে আরো ১ বনকে পুলিশ আটক করে।
মন্তব্য চালু নেই