কারাগার সংস্কার করে রাখুন : রিজভী

ভবিষ্যতে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়ে দেশের কারাগারগুলোকে সংস্কার করে রাখতে ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘নুরেমবার্গ ট্রায়ালের মতো বাংলাদেশের মাটিতেও যে দেশের নাৎসি সহযোগীদের বিচার হবে না, এটা যেন কেউ মনে না করে। সুতরাং এখন থেকেই কারাগারগুলো সংস্কার করে রাখলে ভালো হয়।’

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা এবং তাকে গ্রেফতারের বিষয়ে সরকারের মন্ত্রী-এমপিদের আলোচনার পর বিএনপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য এল।

ক্ষমতাসীনদের উদ্দেশ করে রিজভী বলেন, ‘বেগম জিয়ার বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেফতারের ষড়যন্ত্র বন্ধ না হলে, চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আক্রমণ বন্ধ না হলে এবং মত প্রকাশের স্বাধীনতাকে প্রসারিত না করলে বিরোধী দল লড়াই ব্যতিরেকে নতিস্বীকার করবে না।’

সরকার বর্তমানে দেশকে জাহান্নামের দ্বারপ্রান্তে টেনে নিয়ে গেছে মন্তব্য করে বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘একটি সুসংঘবদ্ধ রাষ্ট্রের বন্ধনগুলোকে ছিঁড়ে ফেলে বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা করা দরকার, তার সবকিছুই করে ফেলা হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘২০০৯ সালে রাষ্ট্রক্ষমতায় এসেই জ্যেষ্ঠতা ও দক্ষতাকে ডিঙিয়ে আওয়ামী লীগপন্থি পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে। মাত্রাতিরিক্ত রাষ্ট্রানুকূল্য পেয়ে তারাই এখন বেপরোয়া বেআইনি এখতিয়ারবহির্ভূত কাজ করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের বিরোধী দলের আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বনাশা নির্মূল যুদ্ধে নেমে পড়েছে। রাষ্ট্রের কর্মচারীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সরকারের বেআইনি রাজনৈতিক এজেন্ডা সফল করার কাজে তারা উঠেপড়ে লেগেছে।’

দেশব্যাপী নাশকতার জন্য সরকারকে দায়ী করে রিজভী বলেন, ‘রাজপথে মানুষের ধেয়ে আসা স্রোতকে আটকাতে না পেরে পেট্রোল বোমা ছুড়ে তাদের পুড়িয়ে মারার এক অমানবীয় নাশকতার মরণখেলায় তারা মেতে উঠেছে।’

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘দ্বিতীয় পর্যায়ের বাকশালের চূড়ান্ত রূপ দিতে এই অবৈধ নাছোড়বান্দা সরকার রেডিও, টেলিভিশন ও সংবাদপত্র দখল করে নিয়েছে। অবিরাম কুৎসার ধারাবর্ষণ ছাড়া গণমাধ্যমে এখন ন্যায়সংগত প্রতিবাদ বা আন্দোলনের খবর প্রকাশিত হয় না।’

রিজভী বলেন, ‘তথ্যমন্ত্রী বলেছেন, বেগম জিয়ার জন্য নাকি কাশিমপুর কারাগারে জায়গা করে রাখা হয়েছে। বেগম জিয়াকে গ্রেফতার ও বিচারের অহর্নিশ হুমকি দিয়ে হাসানুল হক ইনুরা দেশকে নিয়ে যেতে চাচ্ছেন চরম সংঘাতের দিকে। বিদ্যমান সংকটকে তারা আরো বেশি ঘনীভূত করতে চাচ্ছেন।’



মন্তব্য চালু নেই