কারাগারের আশপাশের দোকানপাট বন্ধের নির্দেশ
ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে দোকানপাট মধ্যের নির্দেশ দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মফিজউদ্দিন আহমেদ এ নির্দেশ দেন। বংশাল ও চকবাজার থানার পুলিশ সদস্যরা দোকানে দোকানে গিয়ে এ নির্দেশের কথা জানান।
পাশাপাশি নাজিমউদ্দিন রোডে পুলিশ ও গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে চলাচল না করতে বলা হয়েছে। আশপাশের বাসার লোকদের ঘরের ভেতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য চালু নেই