কারখানা চলছে সাপ্লাই চেইন স্বাভাবিক

বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ-হরতাল কর্মসূচিতে শিল্পাঞ্চলে কল-কারখানায় উৎপাদন ও সাপ্লাই চেইন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দুই এক স্থানে যে সমস্যা রয়েছে, তা কিছু দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, ‘উৎপাদিত পণ্য সামগ্রী কারখানা থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বিজিবি, র্যা ব, পুলিশ ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় সঠিক সময়ে পৌঁছাচ্ছে।’

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ডেনমার্কের রাষ্ট্রদূত ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের নেতৃত্বে চামড়া রপ্তানি কারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অবরোধ ও নাশকতা বন্ধের দাবিতে ব্যবসায়ীরা রাস্তায় কর্মসূচি পালন করছেন। কেন ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন? এ প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাদের সাপ্লাই চেইন এখনো বাধাগ্রস্ত হয়নি। তাদেরও কারখানা চলছে। তবে আন্তর্জাতিক অর্ডারের একটু ক্ষতি হয়েছে। কারণ যারা ক্রেতা, তারা দেখবে দেশের অবস্থাটা কি।’

তিনি আরও বলেন, ‘অ্যাকর্ড ও অ্যালায়েন্স কারখানা পরিদর্শনের পর যখন বললো, দুই শতাংশের কম কারখানা ঝুঁকিপূর্ণ। তখন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভালো আস্থা ফিরে আসে। তারা বিলিয়ন-বিলিয়ন ডলার অর্ডার দিচ্ছে। ঠিক সে মুহূর্তে আবারও একটি গোষ্ঠি জালাও-পোড়াও শুরু করেছে। সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এটি বিদেশিদের জন্য একটি খারাপ বার্তা। এজন্য তারা একটু পর্যালোচনা করে অর্ডার দিচ্ছে। কিছু দিনের মধ্যেই সবকিছু সাভাবিক হয়ে যাবে।

বিএনপির সন্ত্রাসী কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে না জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘তারা আতঙ্ক সৃষ্টি করছে। সামনে কেউ আসছে না। অফিস থেকে, আড়াল থেকে একটা কর্মসূচি ঘোষণা করছে, আর মিডিয়া তা প্রচার করছে। তারা বাংলাদেশকে পাকিস্তানের মতো খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে এ কর্মসূচি দিচ্ছে।

তিনি বলেন, ‘এ ধরণের কর্মসূচির মাধ্যমে নাশকতামূলক কার্যকলাপ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। যদি কেউ রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কাজকর্মে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।’

বৈঠক সম্পর্কে তিনি বলেন, ‘আগামী ১৭ মার্চ ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসবেন। সে বিষয়ে অবহিত করতে তাদের রাষ্ট্রদূত এসেছেন। পাশাপাশি দুই দেশের ব্যবসা বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ডেনমার্কে বাংলাদেশের ১০০ মিলিয়ন ডলার রপ্তানি বেড়ে বর্তমানে ৭০০ মিলিয়ন ডলার হচ্ছে। ভবিষ্যতে তা বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।’



মন্তব্য চালু নেই