কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন পাঁচ সদস্যের আইনজীবী দল।

কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম জানান, শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ৫ সদসের‌্য আইনজীবী কারাগারে প্রবেশ করেন।

এর আগে বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন রাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রায়ের কপি পাঠানো হয়। বৃহস্পতিবার তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ পরোয়ানা পড়ে শোনানোর পর তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন কামারুজ্জামান।

এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান আইনজীবীরা।

আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, মশিউল আলম, শিশির মো. মনির ও মতিউর রহমান আকন্দ।



মন্তব্য চালু নেই