কাওড়াকান্দি ঘাটে যাত্রীটোল বন্ধে স্বস্তি

আসন্ন ঈদের আগেই যাত্রীদের আর টোল দিতে হবে না দেশের ব্যস্ততম নৌরুট কাওড়াকান্দি ঘাটে।

রোববার নৌপরিবহন মন্ত্রাণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়ার খবরে স্বস্তি দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। ঘাটে টোল আদায় বন্ধ হলে নিয়মিত হয়রানির স্বীকার থেকে মুক্ত হবে যাত্রীরা।

মঙ্গলবার সকালে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের এই অভিব্যক্তি।

একাধিক যাত্রীরা জানান, এই কাওড়াকান্দি ঘাটে কোনো টিকিট না দিয়েই দশ থেকে বিশ টাকা করে টোল আদায় করতো। ঈদের সময় লাইনে দাঁড়াতে হতো টোল দেয়ার জন্য। সব মিলিয়ে লঞ্চে উঠতে গেলে এই অংশে হয়রানির ভোগ করতে হতো যাত্রীদের। টোল আদায় বন্ধের সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

ভাঙা থেকে আসা যাত্রী রহমান মিঞা জানান, একবার টোল তিন টাকার স্থলে দশ টাকা নিলে এর প্রতিবাদ করে হয়রানির শিকার হয়েছিলাম। ঘাটের এক শ্রেণীর অসাধু লোক বাড়তি টোল আদায় নিয়ে যাত্রীদের দীর্ঘদিন ধরেই হয়রানি করে আসছে। এবার হয়তো মুক্তি পাওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে কাওড়াকান্দি-মাওয়া নৌরুটের মাওয়া ঘাটে যাত্রীদের কাছ থেকে টোল আদায় বন্ধ করা হয়েছে। এবার ঈদ মৌসুমে বন্ধ হচ্ছে কাওড়াকান্দি ঘাটে টোল আদায়।



মন্তব্য চালু নেই