কাঁচা মরিচের দামে বেহুশ ক্রেতারা
তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কাঁচা মরিচের দামে বেহুশ হয়ে পরেছে মধ্যবৃত্ত ও নি¤œ আয়ের মানুষ। বাজার ঘুরে দেখা গেছে ঈদের আগে কাঁচা মরিচের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। কিন্তু ঈদের পরের দিন থেকে কাঁচা মরিচে আগুন লেগেছে।
ভুক্তভোগিরা জানান ঈদের আগে কাঁচা মরিচের মূল্য ছিল ২০-২৫ টাকা। এখন প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে। বিক্রেতারা জানান কয়েকদিনের অতি বর্ষানে মরিচের গাছ মরে যাওয়ায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কাঁচা মরিচের পাইকারি মূল্যই বেশী। এদিকে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে শীত কালীন ছিটানো মরিচ বাজারে না ওঠা পর্যন্ত দাম কমার কোন সম্ভবনা নেই।
তবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতি বছরের ন্যায় এবারেও চোরাপথে হোক, আর বৈধ পথে হোক কাঁচা মরিচ আমদানী হলে কিছুটা দাম ক্রেতার নাগালের মধ্যে আসতে পারে। তা না হলে বাজার আরোও দ্বিগুণ হতে পারে। বাজারে ঝালের আমদানি কম হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমানের সাথে কথা বললে তিনি বলেন অতি বর্ষনের কারণে ঝালের গাছ মরে যাওয়ায় বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য চালু নেই