কলারোয়ায় শিক্ষক আব্দুর রহমানের বাসায় চুরি

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুল শিক্ষকের ভাড়া বাসায় চুরি সংঘটিত হয়েছে। ঈদের ছুটিতে বাসা ফাঁকা রেখে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে সুযোগ সন্ধানী সংগবদ্ধ চোরেরা বাসার সবকিছু লুটে নিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতের কোন এক সময়।

ক্ষতিগ্রস্ত কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান জানান, পৌরসদরের তুলসীডাঙ্গা গ্রামের অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা গোফরান মিয়ার একটি টিনশেডের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি। ঈদের ছুটিতে বাসা ফাঁকা রেখে গ্রামের বাড়িতে যেয়ে রোববার সকালে বাসায় ফিরে দেখেন ঘরের সবকিছু এলোমেলো।

তখন নিজ বাসার জিনিষের মধ্যে অনেক কিছুই খুঁজে পাননি তিনি। যার মধ্যে রয়েছে ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের রিং, নুপুর, ভোল্টেজ স্টপলাইজার, শাড়ি, শার্ট-প্যান্টসহ সংসারের প্রয়োজনীয় আরও অনেক কিছু।

তিনি বলেন, তার চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৯৬ হাজার ৫শ’ টাকার মতো। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক রবিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া করছেন বলে জানিয়েছেন।



মন্তব্য চালু নেই