কল্যাণপুরে অভিযানের বিষয়ে মামলা
ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে মিরপুর মডেল থানায় এ মামলা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহবুব বলেন, পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে। এতে অভিযানে নিহত নয় জঙ্গি ও আহত একজনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, কল্যাণপুরের ৫ নম্বর সড়কে গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জাহাজ বিল্ডিং নামের একটি ভবনে অভিযানে নয়জন নিহত ও একজন আহত হয়। পুলিশ বলছে, তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। নিহত নয়জনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে।
মন্তব্য চালু নেই