কল্যাণপুরের ৯ জঙ্গির ডিএনএ টেস্টের অনুমতি

রাজধানীর কল্যাণপুরের ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের সময় নিহত হওয়া ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ অনুমতি প্রদান করেন।

এদিন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম নিহত জঙ্গিদের ডিএনএ পরীক্ষা, প্রোফাইল ও মলমূত্রর সংরক্ষণের জন্য তিনটি আবেদন করেন।

আদালত ডিএনএ পরীক্ষা ও প্রোফাইল সংরক্ষণের সিআইডিকে এবং মলমূত্র সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজকে নির্দেশ দেন।

উল্লেখ্য, কল্যাণপুরের ৫ নম্বর সড়কে গত সোমবার রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার জাহাজ বিল্ডিংয়ে এক ঘণ্টার মূল অভিযানে ৯ জন নিহত ও একজন (রিগ্যান) আহত হন।



মন্তব্য চালু নেই