কলারোয়া সীমান্তে অধিনায়ক পর্যায়ে বিজিবি ও বিএসএফের বৈঠক

কলারোয়া সীমান্তে অধিনায়ক পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাকাল ব্যাপী বৈঠকটি উপজেলার চান্দা বিওপি পোস্টের ৯নং পিলারের কাছে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পে নেতৃত্ব দেন সাতীরা ৩৮বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল শাহজান সিরাজ ও বিএসএফের পরে নেতৃত্ব দেন ভারতের ১৫২বিএসএফ ব্যাটলিয়নের কর্নেল হারবিৎ সিং। গত কিছু দিন ধরে সীমান্তের চান্দা ¯ুইচ গেটের কাছে সোনাই নদীর তীরে মাটি কাটা ও ভাদিয়ালীর কামারপাড়ার কাছে ধান লাগানো জমিতে বেড়া দিতে গিয়ে বাংলাদেশীদের বাধা প্রদান করে বিএসএফ। এসকল বিষয়ের পাশাপাশি সীমান্তে চোরাচালান বন্ধ ও সার্বিক শান্তিশৃংখলা বজায় রাখতে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই