ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বিভাগীয় কমিশনার আবদুস সামাদ
কলারোয়া শিশু হাসপাতালে সবধরণের সহযোগিতার আশ্বাস
সাতক্ষীরার কলারোয়ায় পথচলা শুরু করলো দীর্ঘ প্রত্যাশিত ভবিষ্যৎ প্রজন্মের ছোট্ট সোনামনিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের জন্য গড়ে ওঠা কলারোয়া শিশু হাসপাতাল। শিশুদের শারীরিক সুরক্ষা নিশ্চিতকরণের প্রতিশ্রুতি ব্যক্তের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বহুল প্রত্যাশিত কলারোয়া শিশু হাসপাতাল। শনিবার দুপুরে কলারোয়া শিশু হাসপাতালের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ।
শিশু হাসপাতালের উদ্যোক্তাগণ জানান, ১৯৯৫ সালে কলারোয়ায় সর্বপ্রথম একটি শিশু হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়। তারপর দীর্ঘ পথপরিক্রমায় ২০ বছরের মাথায় এসে হাসাপাতাল স্থাপনের বিষয়টি পূর্ণতা পেলো শনিবার। এদিন কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ বলেন, এই হাসপাতালটি কলারোয়াবাসীর। এর সহায়তায় সকলকে এগিয়ে আসতে হবে। তাঁর পক্ষে সম্ভব এমন সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ আরও বলেন, সীমান্তপথে নারী-শিশু পাচার বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে ফেনসিডিল-হেরোইনসহ সব ধরনের মাদক দ্রব্য। সবুজ শাক-সবজি উৎপাদন করে পরিবারের পুষ্টির জোগান দিতে হবে। কৃষি উৎপাদন বাড়িয়ে সকলকে স্বনির্ভরতা অর্জন করতে হবে।
দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক ও কলারোয়া শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আ,ফ,ম এহতেশামুল হক, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী অধ্যাপক এমএ ফারুক, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান, ব্র্যাক কর্মকর্তা আরএম ফরহাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. মুনসুর আলি, আশরাফ আলি, দৈনিক অনির্বাণ পত্রিকার নির্বাহী সম্পাদক বুলু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক আব্দুর রহমান, উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি আনোয়ার হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক জুলফিকার আলী, মাস্টার আকতার হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন এড. কাজী আব্দুল্লাহ আল হাবীব।
মন্তব্য চালু নেই