কলারোয়া পৌরসভার হেলদি-হোম সম্মাননা প্রদান

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে আমাদের কলারোয়া প্রকল্প’র ‘হেলদি-হোম’ ক্যাম্পেইন বাস্তবায়নের আওতায় হেলদি-হোম সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌর মেয়র আক্তারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন এ সময় বলেন, কলারোয়া পৌরসভাকে সবুজ, পরিষ্কার, স্বাস্থ্যসম্মত এবং বাসযোগ্য করতে হলে সর্বদা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ ব্যাপারে পৌরবাসীকে সচেতন থাকতে হবে। কলারোয়া পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে হেলদি-হোম ক্যাম্পেইনের ব্যবস্থা করতে হবে। তাহলে কলারোয়ায় উপজেলায় ওয়াশ অধিকার পুরণের ক্ষেত্রে সাফল্য লাভ করবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, ঢাকা আহছানিয়া মিশনের মনিটরিং অফিসার ফয়সাল হোসেন। এসময় আন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, আলিয়া মাদ্ররাসার অধ্যক্ষ আয়ুব আলী, পৌর প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জান বুলবুল, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দিন লিলু, রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, আকিমুদ্দীন দফাদার, জাহাঙ্গীর হোসেন, ইমাদুল ইসলাম ইমাদ, আলফাজউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুন্নেছা লুতু, সন্ধ্যা রানী বর্মন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, সচিব সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়াজিহুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলি, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী বিপ্লব কুমার ঠাকুর, প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমান, ওয়াশ প্রমোটর আলী হোসেন ও তুষার পারভেজ, মাখফুরা খাতুন প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে কলারোয়া পৌসভার ৯টি ওয়ার্ডের নির্বাচিত ২৫৯টি পরিবারের সদস্যদের (গৃহিণী ও গৃহকর্তা) হাতে হেলদি হোম সফল ভাবে বাস্তবায়ন করার জন্য সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।



মন্তব্য চালু নেই