কলারোয়ায় ৩ মাসেও নিখোঁজ হওয়া ৬ যুবকের সন্ধান মেলেনি

সাতক্ষীরার কলারোয়ায় ৩মাস পেরিয়ে গেলেও নিখোঁজ হওয়া ৬ যুবকের সন্ধান পায়নি তাদের অভিভাবকগণ। এদিকে ওই ৬ যুবকের সন্ধ্যান পাওয়ার আশায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করে লিখিত ভাবে বিভিন্ন দপ্তরে গণআবেদন করেছে নিখোঁজ হওয়া ব্যক্তিদের পিতা/মাতা।

শনিবার সকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামের মৃত ছবেদ আলীর পুত্র আঃ খালেক সাংবাদিকদের বলেন, কলারোয়া পৌর সদরের মির্জাপুর গ্রামের হায়বাদ সরদারের পুত্র দালাল আঃ লতিফ ও সরসকাটির মানিক নগর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আব্দুল্লাহ গত ১৩/১০/১৪ তারিখে নগদ ৫০ হাজার টাকা নিয়ে তার পুত্রসহ অন্যদের মালয়েশিয়ায় নিয়ে যায়। বলা হয় তার পুত্র সজিবুর রহমান অবুজ (২৫) কে বিমান যোগে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হবে। মালয়েশিয়ায় পৌছে গেলে বাকী ২লাখ ৫০ হাজার টাকা দিয়ে দিতে হবে। কিন্তু ওই দুই দালাল একই ভাবে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের আঃ রহমানের পুত্র রাসেল রানা সুমন (১৪), একই গ্রামের শরিতুল¬াহ’র পুত্র শহিদুল ইসলাম (২৮), মর্জিনা খাতুনের পুত্র জাহাঙ্গীর (২৫), যশোরের ঝিকরগাছার কাটাখালি গ্রামের ওয়াজেদ আলীর পুত্র সবুজ হোসেন (৩২), ঝিকরগাছার নবি মিয়ার পুত্র আলমগীর হোসেন (২৬)কে একই ভাবে ক∙বাজার থেকে নদী পথে মালয়েশিয়ায় নিয়ে যায়।

মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার সময় ওই দালালেরা বলেছিলো ৮/১০দিনের মধ্যে চাকুরি পেয়ে মোবাইল ফোনে সকলের বাড়ীতে কথা বলবে। কিন্তু ৩মাস অতিবাহিত হলেও তাদের সন্তানদের কোন খোজ মিলছেনা।

এমনকি দালালেররাও কোন খোজ-খবর দিচ্ছেনা। মোবাইল ফোনে ছেলের খোঁজ নিলে দালাল আব্দুল লতিফ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এমনকি মোবাইল ফোন ধরছেনা। তারা সকলে নিরুপায় হয়ে এলাকাবাসীর সাথে কথা বলে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা বরাবরে লিখিত ভাবে গণআবেদন করেছে।



মন্তব্য চালু নেই