কলারোয়ায় স্কুল-মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় ৪৪তম স্কুল-মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জোন পর্যায়ের ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কলারোয়া ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

জোন পর্যায়ের ১ম রাউন্ডের খেলায় জয়লাভ করে ২য় রাউন্ডের খেলার যোগ্যতা অর্জন করে দমদম মাধ্যমিক বিদ্যালয়, কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া আলিয়া মাদরাসা, মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল ও কলারোয়া মডেল হাইস্কুল।

খেলাগুলো পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক আ.গফুর, শফিকুল ইসলাম, আ.মান্নান, তজিবুর রহমান, আমিরুল ইসলাম ও নিয়াজ আহম্মেদ খাঁন।

খেলার ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও শফিয়ার রহমান শফি।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আ.রব, বদরুজ্জামান বিপ্লব, রুহুল আমিন, শামছুল হক, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক গোলাম রহমান, এমএ সাজেদ, মাধ্যমিক স্কুলের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

খেলার শুরুতে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রধান শিক্ষক ঘোষ সাধন কুমারের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

এদিকে, উপজেলার অপর ৩টি জোন সোনাবাড়িয়া, খোর্দ ও কয়লায় অনুরূপভাবে জোন পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য চালু নেই