কলারোয়ায় সীমান্ত বহুমূখী সমবায় সমিতির ফলজ বৃক্ষের চারা বিতরণ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফলন বেশি চান” এই স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকালে কলারোয়া পৌর সদরের ঝিকরাস্থ সীমান্ত বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় শ্রেষ্ঠ সঞ্চয়কারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমিতির সদস্যদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

সীমান্ত বহুমূখী সমবায় সমিতির সভাপতি বাবু গঙ্গ মনি বিশ্বাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মণ, সমাজসেবক শহিদুল ইসলাম ও সাংবাদিক জুলফিকার আলী। অনুষ্ঠানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন, সমিতির কর্মী সবুজ হোসেন, হাসানুজ্জামান, শ্রেষ্ঠ সঞ্চয়কারী আশুরা খাতুন, আব্দুর রশিদ, আন্তর হোসেনসহ সমিতির সকল সদস্য বৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে সীমান্ত বহুমূখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই