কলারোয়ায় সাড়ে ১৫লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, বিট লবন, সাদা লবন, স্টিল সামগ্রী উদ্ধার করেছে।
শুক্রবার ও শনিবার উপজেলার কেড়াগাছি, গাড়াখালি, কাকডাঙ্গা এলাকা থেকে এ মালামাল উদ্ধার করা হয়।
কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার বিল্লাল হোসেন জানান, হাবিলদার মোস্তাফা ও খালেকের নেতৃত্বে ঐই সব এলাকায় চোরাচালানিদের তাড়া করে ভারতীয় ২০৬ পিচ উন্নতমানের শাড়ি, ১২৯০ কেজি বিট লবন, ৪৩২ কেজি সাদা লবন, ৭৪ কেজি স্টিল সামগ্রী উদ্ধার করে।
তবে উদ্ধারের সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত মালের আনুমানিক মুল্যে ১৫ লাখ ৩৯ হাজার টাকা।
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কোরিডোরে জমা দেয়া হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।



মন্তব্য চালু নেই