জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে প্রাইমারি স্কুল ও পাইলট হাইস্কুল

কলারোয়ায় সমাপনী ও জুনিয়র পরীক্ষার ফল প্রকাশ

কলারোয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র পরীক্ষায় ১৩৪ ও ১৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে জুনিয়র পরীক্ষার ফলাফল উপজেলা নির্বাহী অফিসারে কাছে হস্তান্তর করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ। সূত্রমতে, প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার উপজেলায় ১৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৭ জন, রঘুনাথপুর সরকারি প্রাইমারি স্কুল থেকে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার লাঙ্গলঝাড়া ও জয়নগর ইউনিয়ন থেকে কোনো শিক্ষার্থী প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পায়নি। অপরদিকে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় কলারোয়ার ৪ কেন্দ্র থেকে ১৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে ৩১ টি নিয়ে শীর্ষে রয়েছে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল। ২৯ টি পেয়ে দ্বিতীয় অবস্থানে ঝাউডাঙ্গা হাইস্কুল ও ২০ টি পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল। জিপিএ-৫ প্রাপ্তিতে আরও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ১৩ টি নিয়ে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ও ১১ টি নিয়ে ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়।



মন্তব্য চালু নেই