কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব

সাতক্ষীরার কলারোয়ায় ৫ম বর্ষ শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে “ধর্ম যার যার, উৎসব সবার”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত রথ উৎসবের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

উত্তর মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও অনুপ কুদার তালুকদার, কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উপজেলা সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি শ্রী সন্দীপ কুমার রায়ের সভাপতিত্বে দুই পর্বের ওই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী।

কলারোয়ায় ৫ম বর্ষ শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শান্তি দেবনাথ ও সদস্য সচিব অর্জুন কুমার পালের সার্বিক ব্যবস্থাপনায় ও সকল সনাতনধর্মাবলম্বীদের ঐকান্তিক প্রচেষ্টায় বিশাল বর্ণাঢ্য এ রথযাত্রাটি উত্তর মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে গোগ-তুলসীডাঙ্গা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে পৌছায়।

রথযাত্রায় বিপুল সংখ্যক সনাতন ধর্মীরা উপস্থিত থেকে রথযাত্রাকে অধিক আকর্ষনীয় ও দৃষ্টিনন্দন করে তুলতে সাহায্য করে।



মন্তব্য চালু নেই