কলারোয়ায় শাড়ি ও গাঁজাসহ আটক ৬

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সরসকাটি পুলিশ ফাঁড়ির এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে ধানদিয়া চৌরাস্তার মোড়ে ভারতীয় ২৫পিস শাড়িসহ একজনকে আটক করেন।

আটককৃত ব্যক্তি হলো উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত ইলিয়াস দালালের ছেলে ইব্রাহিম হোসেন (৪৯)। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা (নং-১৯) দায়ের হয়েছে। অপরদিকে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই কামরুজ্জামান জিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে কলারোয়ার শ্রীপতিপুর সরকারি প্রাইমারী স্কুল মোড়ে অভিযান চালিয়ে ৫ পুরিয়া গাঁজাসহ ৫জনকে আটক করেন।

আটককৃতরা হলো-উপজেলার গয়ড়া গ্রামের শওকত আলীর ছেলে জুয়েল গাজী (২৫), কেঁড়াগাছি গ্রামের মৃত এলাহী বকস সরদারের ছেলে ইব্রাহিম সরদার (৪০), ছলিমপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে জুলফিকার আলী বাবু (৪৫), মুরারীকাটি গ্রামের আব্দুল ওহাবের ছেলে আজগর গাজী (২২) ও শ্রীপতিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোখলেছুর রহমান (২১)।



মন্তব্য চালু নেই