কলারোয়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধে সাতক্ষীরার কলারোয়ার সবচেয়ে বড় ভয়াবহ সম্মুখ যুদ্ধস্থান উপজেলার বালিয়াডাঙ্গায় ‘স্মৃতিসৌধ’ উদ্বোধন করা হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে নবনির্মিত ওই স্মৃতিসৌধ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।
মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ইউএনও উত্তম কুমার রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, কমান্ডার আশরাফ আলী ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন।

কলারোয়ার বালিয়াডাঙ্গায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
কলারোয়ার বালিয়াডাঙ্গায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

 

কলারোয়ার বালিয়াডাঙ্গায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ।
কলারোয়ার বালিয়াডাঙ্গায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, সাংবাদিক জুলফিকার আলী, শরিফুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র।



মন্তব্য চালু নেই