কলারোয়ায় যুবলীগ নেতা জজ মিয়ার স্মরণ সভা আয়োজনের প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় জামায়াত-শিবিরের নৃশংস হামলায় নিহত যুবলীগ নেতা জজ মিয়ার স্মরণ সভা আয়োজনের জন্য এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামি ১৩ জানুয়ারি এ স্মরণ সভা অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতিমূলক এ সভায় আলোচনা করেন জয়নগর ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) শেখ ফিরোজ আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মালি, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ বিশ্বাস, মাস্টার আব্দুল মোতালেব খাঁ, আফিল উদ্দিন প্রমুখ। প্রসঙ্গত, ২০১৩ সালের ডিসেম্বরে জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মীরা বাড়ি থেকে তুলে এনে কপোতাক্ষ পাড়ে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান জজ মিয়াকে। বর্বর এ হত্যাকান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আগামি ১৩ জানুয়ারি স্মরণ সভার আয়োজন করেছে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন।

 

কলারোয়ায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামসহ আটক ৬
কলারোয়ায় বিএনপি নেতা যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামসহ ৬ জনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান, বুধবার সকালে থানার ওসি(তদন্ত) শেখ সফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে যুগিখালি থেকে উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামকে আটক করেন। কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় রবিউল ইসলামকে আটক দেখানো হয়েছে। এদিকে, বুধবার ভোরে বিএনপি নেতা সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাককে উপজেলার নাকিলা গ্রাম থেকে আটক করেছে থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে। অপরদিকে, বুধবার বিজিবি সদস্যরা অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে উপজেলার হেলাতলার খলসী গ্রামের জলিল বিশ্বাসের স্ত্রী ফতেমা বেগম (২৮)কে আটক করে। আটককৃতের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। এছাড়া রতনপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ওয়ারেন্টভুক্ত মামলার আসামি আরাফাত হোসেনকে এবং ১৫১ ধারায় সিংগা গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৪০) কে আটক করেন থানার এএসআই মামুন।

 

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীর ২ মাসের কারাদন্ড প্রদান করেছেন। থানা সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পৌরসদরের ঝিকরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আছির উদ্দীনের ছেলে মাদকসেবী আব্দুল কুদ্দুস (২৮) কে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। সখানে তাৎক্ষণিকভাবে বসা ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক আটককৃত মাদকসেবীকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন বলে জানা গেছে।

 

কলারোয়ায় ডা: কবিরুলের মারে ইন্তেকাল
কলারোয়ার গয়ড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতার মাতা মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের ব্যবসায়ী ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা: কবিরুল ইসলামের মাতা আকলিমা বিবি(৭৩) বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন(ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৬ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাগরিব নামাজের পর মরহুমার নামাযে জানাযা শেষে গয়ড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান ডা. রমজান আলী, প্রেসকাবের যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জমান মন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু প্রমুখ।

 

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে কেরাম প্রতিযোগিতার উদ্বোধন
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৮দলীয় কেরাম প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ক.পা.ই হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক আবুল খায়ের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রেসকাবের সাধারণ সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, সহ.সভাপতি অধ্যাপক কে,এম আনিছুর রহমান, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মাস্টার বদরুজ্জামান বিপ্লব, মুন্সী জাহিদ হাসান, ব্যাংকার নূরুল ইসলাম, আব্দুর রহিম, মিয়া ফারুক হোসেন স্বপন, শহিদুল ইসলাম বাবু, ওবায়দুল্লাহ, মাসুদ পারভেজ মিলন, ইলিয়াস আলী, আব্দুর রহমান, সাজ্জাত হোসেন, রফিকুল ইসলাম বাবু প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মোশাররফ হোসেন টগর। এরিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিলো বলে জানা গেছে।

 

কলারোয়ার খোরেদো মাঠের ফুটবল টুর্নামেন্ট
বাঁকড়াকে পরাজিত করে ফাইনালে কলারোয়া
কলারোয়ার খোরেদো হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কেকেএফ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কলারোয়া ফুটবল একাডেমি ৪-০ গোলে ঝিকরগাছার বাঁকড়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী কলারোয়া দলের রিপন ১টি গোল করে দলকে এগিয়ে নেন। পরে দ্বিতীয়ার্ধে একই দলের ছোট আরিফ(হুজুর) ২টি ও জাকির ১টি গোল করেন। ফাইনালে কলারোয়া ফুটবল একাডেমি যশোরের রাজবেড়ি ফুটবল দলের মুখোমুখি হবে। উত্তেজনাপূর্ণ এ খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।



মন্তব্য চালু নেই