কলারোয়ায় মাতৃত্বকালীন সেবার মান উন্নয়নে উপজেলা পর্যায়ে সংলাপ

কামরুল হাসান, কলারোয়া ॥ সাতক্ষীরার কলারোয়ায় সামাজিক সুরক্ষা ফোরামের উদ্যোগে মাতৃত্বকালীন সেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা অগ্রগতি সংস্থার প্রকল্প অফিসে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন হেলাতলা সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি শেখ জাহিদুল হক। সংলাপে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ময়না। এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি আঃ জলিল, সামাজিক সুরক্ষা ফোরামের পৌরসভা সভাপতি শেখ ফারুক আহমেদ মুকুল, সাংবাদিক জুলফিকার আলী, অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী শেখ আহসানুল ইসলাম, এমডিও আশরাফুল ইসলাম শাহিন, প্রোগ্রাম অফিসার মহিবুল হক, আবু বকর সিদ্দীকসহ বিভিন্ন ইউনিয়নের সামাজিক সুরক্ষা ফোরামের সদস্যবৃন্দ।



মন্তব্য চালু নেই