উন্মুক্ত করা হল রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রান্ত রনি, রাঙামাটি : কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। এর ফলে শনিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে সেতুটি পর্যটকদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে থাকায় অনেক পর্যটক ফিরে গেছেন। ফলে আমাদের আয় কমে গেছে। এবার সেতুটি উন্মুক্ত হওয়ায় পর্যটকদের মধ্যে প্রাণ সঞ্চার হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো জানান, হ্রদের পানি আরো কমলে আগামী এক সপ্তাহের মধ্যে সেতুটি মেরামত করা হবে।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় সেতুটির পাটাতন ডুবে গেলে পর্যটন কর্তৃপক্ষ সেতুটিতে পর্যটকদের চলাচল বন্ধ করে দেয়।



মন্তব্য চালু নেই