বিদ্যুৎ ক্যাম্পের সমাপনী

কলারোয়ায় মহা তাবু জলসা অনুষ্ঠিত

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় মহা তাবু জলসার মধ্য দিয়ে ৫ম বিদ্যুৎ ক্যাম্প’র সমাপ্তি হয়েছে। কলারোয়া গালস পাইলট হাইস্কুলে বাংলাদেশ স্কাউটস ও বিদ্যুৎ কর্তৃপক্ষের সহযোগিতায় ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী ৫ম বিদ্যুৎ ক্যাম্প ও পিএল কোর্সের সমাপনী অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা স্কাউটসের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের কমিশনার ও প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী জ্যোতির্ময়ী বর্মন, থানার ওসি এমদাদুল হক শেখের পক্ষে এসআই ইয়াছিন আলম চৌধুরী, শিল্পপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্ল¬াহ আমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এম.এ সাজেদ, প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক মুজিবর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, আসাদুজ্জামান, এএসআই মফিজুল ইসলাম, স্কাউটস নেতা আব্দুল মোতালেব, মনিরুজ্জামান, শফিকুল ইসলাম, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, অনুপ কুমার, শফিকুল ইসলাম, স্বপন কুমার, শেখ শাহাজাহান আলী শাহিন, আব্দুল ওহাব মামুন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্কাউটস সদনপত্র প্রদান করেন। এর পরে রাতে একইস্থানে মহাতাবু জলসার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। মহা তাবু জলসা ও বিদ্যুৎ ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠনটি সঞ্চালন করেন উপজেলা স্কাউটসের কোর্স লিডার প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি ও ইউনুছ আলী।



মন্তব্য চালু নেই