কলারোয়ায় বেত্রবতী হাইস্কুলে জেএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ দিকে বিদ্যালয় হলরুমে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, দেবাশীষ সরদার, সমীর কুমার সরকার, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, জে.এস.সি পরীক্ষার্থী হাজিরা খাতুন ও তন্ময়। পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দীক। দোয়া অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিনিয়র শিক্ষক মশিউর রহমান। উল্লেখ্য, বিদ্যালয় থেকে এ বছর ৮২ জন ছাত্র-ছাত্রী জে.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল জানান।



মন্তব্য চালু নেই