কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলননায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ,কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ,প্রধান শিক্ষক আখতার আসাদুুজ্জামান চান্দু, আলহাজ্ব কাজী শামসুর রহমান, নিলুফা আক্তার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক মুজিবর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নওশের আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রধান শিক্ষক আখতারুজ্জামান, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক বদরুর রহমান ও শিক্ষক উৎপল কুমার সাহা, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক বাবর, কলারোয়া আলিয়া মাদরাসার সুপার মাওলানা আয়ুব আলি, বুঝতলা মাদরাসার সুপার মাওলানা আবদুল হাই, শিক্ষক শাহাজাহান আলি শাহিন প্রমুখ। অনুষ্ঠানে নির্বাচিত নারীদের হাতে ক্রেষ্ট ও সনদ পত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনসহ অতিথিবৃন্দ।



মন্তব্য চালু নেই