কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো: ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সর্বস্তরে দুর্নীতি বিরোধী চেতনা ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, সময় হয়েছে দুর্নীতিকে বিদায় দিয়ে দেশপ্রেমের শপথ নেওয়ার। দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তুলতে শিক্ষকদের বিশাল ভূমিকার কথাও বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুুজ্জামান চান্দু। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, নিলুফা আক্তার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নওশের আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আখতারুজ্জামান, প্রধান শিক্ষক ও পৌর কাউন্সিলর মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক বাবর, কলারোয়া আলিয়া মাদরাসার সুপার মাওলানা আয়ুব আলি, বুঝতলা মাদরাসার সুপার মাওলানা আবদুল হাই, শিক্ষক শাহাজাহান আলি শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরান তেলওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে প্রধান শিক্ষক বদরুর রহমান ও শিক্ষক উৎপল কুমার সাহা। অনুষ্ঠানের শুরুতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদ্য প্রয়াত সভাপতি মাস্টার আকতারুজ্জামান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক মানববন্ধন কর্মসূচি উপজেলা পরিষদ তোরণের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পালন করা হয়।



মন্তব্য চালু নেই