কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণ
শনিবার কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে অমর একুশে’র প্রথম প্রহরে কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ মিনারের বেদিতে একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা পরিষদ ও প্রশাসন, পৌরসভা, কলারোয়া প্রেসক্লাব, আ.লীগ, জাতীয়পার্টি, ওয়ার্কর্স পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দেলের অংগ দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান।
একুশের রাত ১২টা ১মিনিটের পরপরই ফুলে ফুলে ভরে যায় কলারোয়া শহীদ মিনারটি। উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, এসআই শোয়েব আলী, এসআই হিমেল ও সুব্রত। মুক্তিযোদ্ধা কমান্ড’র পক্ষে মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, থানার পক্ষে অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, পৌরসভার পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম, কাউন্সিলর মনিরুজ্জামান বুলবুল, সরকারি কলেজের পক্ষে উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, আ.লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, রবিউল আলম মল্লিম রবি, জাতীয় পার্টির মুনসুর আলি, ওয়ার্কার্স পার্টির পক্ষে সম্পাদক আব্দুর রউফ, অধ্যাপক শেখ জাভিদ হাসান, জাসদ’র আনোয়ার হোসেন, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ সভাপতি অধ্যাপক কে,এম আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, নির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক জুলফিকার আলী, আরিফ চৌধুরী, পৌর আ.লীগের পক্ষে সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, শিক্ষক নেতা আমানুল্লাহ আমান, আজহারুল ইসলাম, আবদুর রকীব, বদরুজ্জামান, আখতারুজ্জামান, পাবলিক ইনস্টিটিউট’র পক্ষে সভাপতি অধ্যাপক আবুল খায়ের, বদরুজ্জামান বিপ্লব, গণজাগরন মঞ্চের পক্ষে আশরাফ হোসেন, উচ্ছ্বাস প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা। তাকে সহযোগিতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।
মন্তব্য চালু নেই