কলারোয়ায় একুশের প্রভাত ফেরীতে সর্বস্তরের জনতা

শনিবার একুশের সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় বিশাল প্রভাত ফেরী। প্রভাত ফেরী শেষে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরের আমতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। ইউএনও অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন এবং প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অধ্যক্ষ মনিরা বেগম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ বিপুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তওহীদুর রহমান, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী কুদরত-ই-খুদা, অধ্যক্ষ আইয়ুব আলী, থানার সেকেন্ড অফিসার এসআই শোয়েব আলী, প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ সভাপতি অধ্যাপক কে,এম আনিছুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, ইমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এসএম গোলাম রব্বানী, সাংবাদিক জুলফিকার আলী, এমএ সাজেদ, ডা. আসাদুজ্জামান, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, অধ্যক্ষ ইউনুচ আলীসহ পৌর সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও সর্বস্তরের জনতা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন।



মন্তব্য চালু নেই