কলারোয়ায় বজলুর রহমান ফুটবল টুর্ণামেন্টের ৫ম আসরের পর্দা উঠছে শনিবার

সাতক্ষীরার কলারোয়া ফুটবল ময়দানে ৫ম বজলুর রহমান স্মৃতি নক আউট ফুটবল টুর্ণামেন্টের পর্দা উঠছে শনিবার বিকেলে। বিকেল ৩ টায় পঞ্চগ্রাম যুব সংঘ, মাধবকাটি ও কেশবপুর মধুচক্র টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হচ্ছে।
এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে অনুষ্ঠেয় এ টুর্ণামেন্ট উদ্বোধন করবেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।
৮ দলের অংশ গ্রহণে জমজমাট এই ফুটবল টুর্ণামেন্ট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
শুক্রবার সকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি সর্বশেষ প্রস্তুতি বৈঠক সম্পন্ন করেছে। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সহ-সভাপতি ও পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টুর্ণামেন্ট পরিচালনার সকল বিষয়ে চূড়ান্ত আলোচনা করা হয়। আলোচনা করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু, পাবলিক ইনস্টিটিউটের যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রভাষক রফিকুল ইসলাম, রমজান আহমেদ, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ অধাপক কেএম আনিছুর রহমান, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মাস্টার অনুপ কুমার ঘোষ, নিয়াজ আহম্মেদ খান প্রমুখ।



মন্তব্য চালু নেই