কলারোয়ায় প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার্থী ৫,১০০
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এ বছর প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় সর্বমোট ৫ হাজার ১শ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন জানান, এ বছর উপজেলার একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রে ১২৭ টি সরকারি স্কুল, ১৮টি ব্র্যাংক স্কুল, ১১ টি এনজিও এবং ৪টি কিন্ডার গার্ডেন থেকে সর্বমোট ৪ হাজার ৬শ ২৬ জন ছাত্র-ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য প্রবেশ পত্র পেয়েছে। যার মধ্যে ২ হাজার ২০১ জন ছাত্র আর ২ হাজার ৪২৫ জন ছাত্রী।
অপরদিকে, উপজেলার ৩৩টি ইবতেদায়ী মাদরাসার ৪৭৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রবেশ পত্র পেয়েছে। যার মধ্যে ২৬৪ জন ছাত্র এবং ২১০ জন ছাত্রী।
উল্লেখ্য, সারাদেশের সাথে একযোগে রোববার থেকে কলারোয়ায় এ পরীক্ষা বেলা ১১ থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটলে এ পরীক্ষা আগামি ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।
মন্তব্য চালু নেই