কলারোয়ায় না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় মাজেদ স্যার

late-abdul-mazedকামরুল হাসান, কলারোয়া : শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আব্দুল মাজেদ (৭২) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্ট্রোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সদ্য প্রয়াত আব্দুল মাজেদের একমাত্র পুত্র সন্তান শিহাব উদ্দীন পলাশ জানান, বুধবার সন্ধ্যায় তাঁর পিতার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সদালাপী, সদাহাস্যোজ্জ্বল কলারোয়ার এই প্রিয় শিক্ষক শ্বাসকষ্টের মধ্যে স্ট্রোক জনিত কারণে চলে যান না ফেরার দেশে। তিনি স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা নামাজ যোহরবাদ তাঁর প্রিয় কর্মস্থল শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে ও দ্বিতীয় জানাযা আসরবাদ তাঁর গ্রামের বাড়ি পাঁচনল গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর ইন্তেকালে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ শিক্ষক মন্ডলী ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই