কলারোয়ায় নারী ও শিশু পাচার প্রতিরোধে উঠান বৈঠক

সাতক্ষীরার কলারোয়ায় নারী ও শিশু পাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া পাড়–ই পাড়ায় ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা টি.ডব্লিউ.সি.এস. আয়োজিত উঠান বৈঠকে নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে ও পাচার থেকে ফিরে আসা এলাকার নির্যাতনের শিকার ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বক্তারা গুরুত্বারোপ করেন। চন্দনপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান আলীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক হাসান মাসুদ পলাশ, আয়োজক সংস্থার ম্যানেজার রুহুল আমীন, বুথ ম্যানেজার মারুফা সুলতানা, মুক্তিযোদ্ধা গোলাম রসুল, আ.সালাম, মিজানুর রহমান প্রমুখ। বৈঠকটি সঞ্চালনা করেন শ্রী দেব কুমার পাত্র।



মন্তব্য চালু নেই