কলারোয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা।

সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। সেই সাথে বক্তারা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানের প্রত্যয়দৃপ্ত আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ, আনসার-ভিডিপি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, ঝাউডাঙ্গা পল্লি বিদ্যুৎ এর কো-অর্ডিনেটর লুৎফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জাকির হোসেন, মোস্তফা হোসেন বাবলুসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, এবার উপজেলার ৪২ টি পূজা মন্ডপের মধ্যে ২২ টি মন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।



মন্তব্য চালু নেই