কলারোয়ায় দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র সমাপনী

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার “উন্নত আগামীর জন্য বিজ্ঞান প্রযুক্তি” এ শ্লোগানকে সামনে রেখে কলারোয়ায় দু’দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস এম সহিদুল আলম, বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম শাহানুর রহমান, প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœা, তাপস কুমার পাল, আলতাফ হোসেন, জিয়াউর রহমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, সহকারী শিক্ষক শামসুর রহমান লাল্টু, সাংবাদিক এম এ সাজেদ প্রমুখ। ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ উপলক্ষে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন হাইস্কুল, মাদরাসা ও কলেজসহ ২৪টি প্রতিষ্ঠানের দৃষ্টিনন্দন স্টলের মধ্যে বিশেষ পুরস্কার প্রদানসহ অংশ গ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।। এছাড়া সমাপনী দিনে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ।



মন্তব্য চালু নেই