মৎস্য, কৃষি ও ডেয়রীর গুনগত মানোন্নয়নে

কলারোয়ায় টেস্ট কিট বক্স ব্যবহার প্রশিক্ষণ ও বিতরণ

মৎস্য, কৃষি ও ডেয়রীর গুনগত মানোন্নয়নে কলারোয়ায় টেস্ট কিট বক্স ব্যবহার প্রশিক্ষণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষকদের জন্য স্বাতন্ত্র কৃষি বাজার, খাদ্য নিরাপত্তা, পণ্য উৎপাদনে উন্নয়ন ও বাজারজাত করণের উপর অনুষ্ঠানে জোর দেন বক্তারা। এছাড়া মৎস্য, গাভী ও কৃষিজাত পণ্যের উৎপাদনে প্রতিবন্ধকতা নিরূপণ করে টেস্ট কিট বক্সের মাধ্যমে তা উন্নয়নের পন্থার বিষয়াদী অনুষ্ঠানে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ আয়োজিত সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার (এসএনএ) সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরণের এপিএম ইকবাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আ.রহিম, কলারোয়া হাসপাতালের সহকারী সার্জন ডা.মেহেরুল্লাহ প্রমুখ। সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল) প্রোগ্রাম শীর্ষক ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাবেক সা.সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলী, এসএনএ কর্মকর্তা মাসুদুর রহমান, মাহমুদ হাসান সোহেল, উত্তরণ কর্মকর্তা কঙ্কন বিশ্বাস, এসএম মাযহারুল ইসলাম, শেখ রিয়াজুল ইসলাম, গণেশ কিত্তনিয়া, ইসহাক আলী শেখ, শিখা রাণী চক্রবর্তী, মনিরুজ্জামান, ঝরনা বেগম, আরশাদ হোসেন প্রমুখ। এ প্রকল্প’র ২২ জন সদস্য প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে ৩জন টিম লিডারকে সেট কিট বক্সের বিভিন্ন উপকরণ প্রদাণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরণের প্রকল্প কর্মকর্তা প্রবীর বড়াল।



মন্তব্য চালু নেই