কলারোয়ায় টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচে ‘ক্রিকেট একাডেমী’র জয়

সাতক্ষীরার কলারোয়ায় ফুটবল মাঠে কলারোয়া ক্রিকেট একাডেমী ও শার্শা একাদশের মধ্যে শুক্রবার সকালে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় টসে জিতে শার্শা একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে শার্শা একাদশ। দলের পক্ষে জিসান সর্বোচ্চ ৪৫ রান করেন।
জবাবে ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে কলারোয়া ক্রিকেট একাডেমী ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জয়ের বন্দরে পৌছে যায়।
ফলে ৩ উইকেটে জয় লাভ করে কলারোয়া ক্রিকেট একাডেমী। দলের পক্ষে সবুজ সর্বোচ্চ ৪০ রান করেন।
৪টি উইকেট নিয়ে শার্শার নাহিদ ম্যাচ সেরা নির্বাচিত হন।
মঞ্চে বসে খেলাটি উপভোগ ও পুরস্কার বিতরণ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, কেসিএ পরিচালক এনএইচ মিলন, শফিক, শাহিন, মৃত্যুঞ্জয় প্রমুখ।
ম্যাচটি পরিচালনা করেন শাকিন ও শুভ।
স্কোরার হিসেবে ছিলেন জাহাঙ্গীর ও রিমু।
একই মাঠে আগামী ১৯ অক্টোবর সাতক্ষীরা জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের সাথে কলারোয়া উপজেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের আরও একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই