কলারোয়ায় চেয়ারম্যান পদে আ.লীগ ৫, বিদ্রোহী ৩ ও স্বতন্ত্র ২

কামরুল হাসান ॥ কলারোয়ায়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন হাঙ্গামা ও সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে মঙ্গলবার সম্পন্ন হয়েছে। কুশোডাঙ্গার ২টি ও কেরালকাতার ১ টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানা গেছে। এরমধ্যে কেরালকাতার বলিয়ানপুর কেন্দ্রে ব্যালট পেপার ছেঁড়া ও বক্স ভাংচুরের খবর পাওয়া গেছে। এদিকে, রাতে উপজেলা নির্বাচন কন্ট্রোল রুম থেকে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন: ১ নং জয়নগর ইউনিয়নে আ.লীগ প্রার্থী সামছুদ্দীন আল মাসুদ বাবু। প্রাপ্ত ভোট ৩০০৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকসা প্রতীকের বিশাখা সাহা পেয়েছেন ২৪৩৮ ভোট। ২ নং জালালাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত চশমা প্রতীকের শওকত আলি। প্রাপ্ত ভোট ৪২৫৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আব্দুল খালেক পেয়েছেন ২৪৩৮ ভোট। ৩ নং কয়লা ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান হোসেন। প্রাপ্ত ভোট ২০৭৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির আব্দুর রউফ পেয়েছেন ২০৪৮ ভোট। ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নুরুল ইসলাম। প্রাপ্ত ভোট ২৭৭৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ প্রার্থী প্রভাষক এমএ কালাম পেয়েছেন ২৬৬৮ ভোট। ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এসএম আফজাল হোসেন হাবিল। প্রাপ্ত ভোট ৬২৪২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের মারুফ হোসেন পেয়েছেন ৩৫৫৪ ভোট। ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত আ.লীগ প্রার্থী মনিরুল ইসলাম। ৭ নং চন্দনপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী মনিরুল ইসলাম মনি। প্রাপ্ত ভোট ৩৮৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেবিল ফ্যান প্রতীকের রমজান আলি পেয়েছেন ৩৩৭৪ ভোট। ৯ নং হেলাতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের মোয়াজ্জেম হোসেন। প্রাপ্ত ভোট ৫১৬০। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের আবু তালেব সরদার পেয়েছেন ৪৩২১ ভোট। ১১ নং দেয়াড়া ইউনিয়নে আ.লীগ প্রার্থী মাহবুবুর রহমান মফে। প্রাপ্তÍ ভোট ৫৮৭৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইব্রাহিম হোসেন পেয়েছেন ৪২৩১ ভোট। ১২ নং যুগিখালি ইউনিয়নে আ.লীগ প্রার্থী রবিউল হাসান। প্রাপ্ত ভোট ৬৫২৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ওজিয়ার রহমান পেয়েছেন ৯৮২ ভোট। ৮ নং কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর কেন্দ্রে হাঙ্গামাজনিত কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই ইউনিয়নের ৮ টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আব্দুল হামিদ সরদার ৪৬৫২ ভোটে এগিয়ে রয়েছেন। নিকটতম স্থানে রয়েছেন আ.লীগ প্রার্থী সম মোরশেদ আলি (৪৫৬৯ ভোট)। এছাড়া হাঙ্গামাজনিত কারণে কুশোডাঙ্গা ইউনিয়নের ২ কলাটুপি ও কুশোডাঙ্গা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্র দুটি হলো কলাটুপি ও শাকদাহ।



মন্তব্য চালু নেই