কলারোয়ায় ওয়ার্ল্ডফিস কর্তৃক বাস্তবায়িত এআইএন প্রকল্পে তেলাপিয়া ব্যবসায়ী প্রশিক্ষণ কর্মশালা
সোমবার কলারোয়ায় টঝঅওউএর অর্থায়নে ওয়ার্ল্ডফিস কর্তৃক বাস্তবায়িত এআইএন প্রকল্পের উদ্যোগে উপজেলার তেলাপিয়া ব্যবসায়ী ব্যবস্থাপনা বিষয়ক দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পৌর সভা অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় এনআইএন প্রকল্পের ব্যবস্থাপক কাজী কুদরত-ই-কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন। অনুষ্ঠানে মূল প্রশিক্ষক ছিলেন প্রাক্তন ডিজি বিএফআরআই’র ডাঃ এম,জি হোসেন, সহকারী প্রশিক্ষক ছিলেন খুলনার এনআইএন প্রকল্পের টেকনিক্যাল সোশালিষ্ট জিল্লুর রহমান, সাতক্ষীরার এনআইএন প্রকল্পের কারিগরী বিশেষজ্ঞ মোঃ আজহারুল হক প্রমুখ।
অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় তেলাপিয়া হ্যাচারী ব্যবস্থাপনাসহ ওয়ার্ল্ডফিস মালেয়েশিয়া থেকে ১৪তম জেনারেশন তেলাপিয়ার ব্র“ড মাছ স্বল্প মূল্যে সরবরাহের পরিকল্পনা গৃহীত হয়। অত্র অঞ্চলে তেলাপিয়া হ্যাচারী ব্যবস্থাপনাসহগ সারা বাংলাদেশে চাষী পর্যায়ে উন্নতমানের তেলাপিয়া পোনা প্রাপ্তির যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বাস্তবায়িত হবে।
মন্তব্য চালু নেই