কলারোয়ায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা

গ্রাম বাংলার এককালের ঐতিহ্য ধরে রাখতে এখনো সচেষ্ট অনেকে। তেমনি ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়। উপজেলার ঝাঁপাঘাটে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ওই ঘোড়াদৌড় প্রতিযোগিতায় বিপুল সংখ্যক নারী-পুরুষসহ দর্শক সমাগম ছিল লক্ষণীয়। ঝাপাঘাট পশ্চিমপাড়া ইয়ং গ্রুপের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় প্রথমস্থান দখল করে বাইসাইকেল পুরষ্কার জিতেন খুলনার কয়রার মহেশ্বরীপুরের ইব্রাহিম শিকারী। দ্বিতীয় স্থান লাভ করে খাশি ছাগল পুরষ্কার জিতেন কলারোয়ার লাউডুবির পরিতোষ। তৃতীয় পুরষ্কার হিসেবে টেবিল ফ্যান পুরষ্কার পান সাতক্ষীরার বৈকারীর কালু। অন্যদের স্বান্তনা পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১০টি ঘোড়া ও তাদের মালিক অংশ নেন। ৭বার করে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ঘোড়াগুলো।
পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সমাজসেবক তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, জিয়ারুল হক, শিক্ষক ফজলুল হক, ডা.বাবলুর রহমান, ব্যবসায়ী মিজানুর রহমান, জহিরুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, ইমাম আজিজুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই