কলারোয়ায় একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যেগে প্রশিক্ষণ প্রদান
একরামুল কবীর, ষ্টাফ করেসপন্ডেন্ট, সাতক্ষীরা : কলারোয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ এস এম আতিকুজ্জামান বলেছেন,বর্তমান সময়ে আমিষের চাহিদা মেটাতে গেলে ব্যাপভাবে গবাদী পশু ও হাঁস মুরগী পালন করতে হবে। শুধু লালন পালন করলেই হবে না এদেরকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে হবে। তিনি বলেন,সঠিক সময়ে যদি টিকা দেওয়া হয় তাহলে আপনার গবাদী পশু বা হাঁস মুরগীগুলো রোগে আক্রান্ত অকালে মারা যাবে না।
তিনি মঙ্গলবার সকালে কলারোয়া একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক আয়োজিত ‘প্রকল্প বাস্তবায়ন ও আয় বর্ধক কর্মকান্ড সৃজন শীর্ষক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণ দান কালে এসব কথা বলেন।
সমাপনী দিনে প্রশিক্ষণ কর্মশালায় কৃষি কাজের জন্য বিভিন্ন ফসল আবাদের পরিচর্চা কিভাবে বালাই মুক্ত শাখসবজি উৎপাদন করতে হবে তার উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাসীন আলী এবং মাছ চাষের উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোশাররফ হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় একটি বাড়ি একটি খামারের বিভিন্ন সমিতির ৫০ জন ম্যানেজার অংশ গ্রহন করেন।
সমগ্র প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন একটি বাড়ি একটি খামারের উপজেলা সম্বন্ময়কারী আলতাফ হোসেন।
মন্তব্য চালু নেই