কলারোয়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুফলভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ
সাতক্ষীরার কলারোয়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুফলভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে এ উপলক্ষে উপজেলা বিআর ডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন অফিসার আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল গফুর, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, দেয়াড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আনারুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার আলতাফ হোসেন, মাহবুব হাসান, হিসাব সহকারী কামরুজ্জামান পলাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন ও দেয়াড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান ১২টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাদের দু’জনকে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার ক্রেষ্ট প্রদান করেন। এছাড়া শ্রেষ্ঠ সভাপতি মোতালেব মোড়ল, মোছাঃ রাহিলা খাতুন, মিজানুর রহমান, শ্রেষ্ঠ ম্যানেজার আব্দুর রাজ্জাক, মোছাঃ ছালমা খাতুন, আশরাফ খান, শ্রেষ্ঠ উপকারভোগী আহসান হাবিব, শাহিনুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠনটি পরিচালনা করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আনারুল ইসলাম।
মন্তব্য চালু নেই