কলারোয়ায় ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ কর্তৃক ফেনসিডিল উদ্ধার

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় আবাও সাহসিক ভুমিকা নিয়ে ফেনসিডিল উদ্ধার করলো চন্দনপুর ইউপির গ্রাম পুলিশগণ। ঘটনার বিবরণে জানা গেছে, চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে থেকেই মনিরুল ইসলাম মনি ঘোষনা দিয়ে আসছিলেন যে,তিনি ইউপি চেয়ারম্যান হলে তার এলাকায় মাদক মুক্ত ঘোষনা করবেন। সে অনুয়ায়ী বিপুল ভোটে তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

এর পর থেকে শুরু হয় মাদক মুক্ত ঘোষনা। সাথে সাথে এলাকায় মাদক ব্যবসায়ীদের ধরে তিনি থানা পুলিশে সোর্পদ করেছেন।

তার সাথে প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহযোগিতা করেছেন। শুক্রবার বেলা ১২টার দিকে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের নেতৃত্বে রামভদ্রপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে আমিনুল ইসলামের বাড়ীর ছাদের উপর পাঠখড়ির মধ্যে থেকে ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, গ্রাম পুলিশ মনিরুল ইসলাম, শ্রী অশোক কুমার, ওহিদুজ্জামান মন্ডল, শ্রী রাম দলদ্ধ হয়ে ৫০বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে থানার এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে উক্ত ফেনসিডিল গুলি জব্দ করেন।



মন্তব্য চালু নেই