কলারোয়ার সোনাবাড়িয়া ও হেলাতলায় সামাজিক সুরক্ষা মেলা অনুষ্ঠিত

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র জনগণের সামাজিক সুরক্ষার প্রাপ্যতা নিশিশ্চতকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার বিকালে সামাজিক সুরক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। এছাড়া অনুষ্ঠানে সামাজিক সুরক্ষা মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, এসএম ওমর ফারুক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য নুরুল ইসলাম, আনারুল ইসলাম, শিরিনা খাতুন, রেহেনা খাতুন, সহকারী শিক্ষক আলমগীর আজাদ, অগ্রগতি সংস্থার প্রতিনিধি চন্দ্র শেখর হালদার, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক শ্যামল কুমার ভট্টাচার্য্য, সামাজিক সুক্ষার ফোরামের সদস্য নয়ন রঞ্জন মজুমদার প্রমুখ। এদিকে, সোমবার বিকালে কলারোয়ার হেলাতলা ইউনিয়নে অনুরূপ ভাবে সামাজিক সুরক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি শেখ জাহিদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এছাড়া অনুষ্ঠানে সামাজিক সুরক্ষা মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম আফিসার সাইদুর রহমান, ইউপি সচিব আবুল কালাম, প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম, সামাজিক সুক্ষার ফোরামের সদস্য অলিউর রহমান, মুনছুর আলী, হোসনেয়ারা বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অগ্রগতি সংস্থার কৃষ্ণা সাহা।



মন্তব্য চালু নেই