কলারোয়ার (সাতক্ষীরা) কিছু খবর (১৬/১০/১৪)

শতবর্ষী শাগের আলী মোড়ল আর নেই:
কলারোয়ায় শতবর্ষী সুলতানপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক শাগের আলী মোড়ল আর নেই। বুধবার সকাল ১১টার দিকে ১০৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬পুত্র ও ৫মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর সুলতানপুর ঈদগাহ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অন্যদের মধ্যে অংশ নেন অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান, রবিউল হোসেন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, ইউপি সদস্য আনারুল ইসলাম, প্রাক্তন ইউপি সদস্য হাজী মিজান গাইন, লতা হাজী, বিএনপি নেতা শফিকুল ইসলাম, কামরুল ইসলাম খসরু, মরহুমের জামাতা ডা.আবুল কালাম সালেহ, শিক্ষক আ.রহমান, শার্শার পুটখালী ইউপি চেয়ারম্যান আ.গফফার সরদার সহ বিপুল সংখ্যক মুসল্লী। শাগের আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নর্দাণ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আলহাজ্ব প্রফেসর আবু নসর।

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত:
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হলো কলারোয়া, সোনাবাড়িয়া ও দেয়াড়ায়। ‘পরিস্কার হাত-জীবন বাঁচায়’ স্লোগানকে সামনে রেখে ও রোগমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বুধবার সকালে র‌্যালী, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ওয়াশ, সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস(সফল) প্রোগ্রাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, ঢাকা আহছানিয়া মিশন, ওয়াটার এইড বাংলাদেশ ও উত্তরণ সংস্থা উপজেলার বিভিন্ন এলাকায় দিবসটির আয়োজন করে। এসকল অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে মায়েদের সাবান দিয়ে হাত ধোয়া উপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা এসকল অনুষ্ঠানে অংশ নেন। কলারোয়া পৌরসভায় দিবস পালন উপলক্ষ্যে প্যানেল মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, সেনেটারী কর্মকর্তা সুরেন্দ্র সেখর সাহা কাজল, ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা মনিরুজ্জামান মিজান, রাকেশ সাহা, বাদশা মিয়া, বিশ্বজিত দাস প্রমুখ। এদিকে, উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সফল প্রোগ্রাম কর্মকর্তা ডা. অতীশ কুমার, নওশিন আফরোজ, আলিমুল ইসলাম, প্রবীর বড়াল, রিয়াজুল ইসলাম, মাস্টার হুমায়ুন কবির, আলতাফ হোসেন, ইউনুছ আলি, আশরাফ আলি প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলার দেয়াড়া নতুন বাজার হাইস্কুল মাঠে আয়োজিত অনুরূপ অনুষ্ঠানে ইউপি সদস্য মতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উত্তরন কর্মকর্তা জামাল হোসেন, আতিয়ার রহমান, আ. রব, সোহরাব হোসেন, ইছাহাক আলী, ইউপি সদস্য ছকিনা খাতুন, নাছিমা খাতুন, বাবর আলী মধু, সমাজসেবক ফজলুল হক, শিক্ষক দেবন্দ্র নাথ, আ’লীগ নেতা অজেদ আলী, আতিয়ার রহমান, আবু বক্কার, মাস্টার কবির হোসেন, আলাউদ্দিন, হিরা খাতুন, ফারজাহানা খাতুন, ডা. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম। এদিকে, উপজেলার জয়নগর, জালালাবাদ, কয়লা, যুগিখালি ও হেলাতলা ইউনিয়নে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত:
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম। সভায় সন্ত্রাস, চোরাচালান ও মাদকমুক্ত এবং জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই শোয়েব আলি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসআই নাজিবুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাবেক সা. সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আ’লীগের সা. সম্পাদক ডা. রবিউল হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, আজিবার রহমান, গোলাম সরোয়ার, শাহাদাৎ হোসেন, আনারুল কবির, জিএম আনারুল কবির, হাসান শেখ, গোলাম মোস্তফা, লোকমান হোসেন, মোজাম্মেল মোল্যা প্রমুখ। সভায় আগামি ২০ অক্টোবর কলারোয়া ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য কমিউনিটি পুলিশিং ফোরাম সম্মেলনে যোগদানের আহবান জানানো হয়।



মন্তব্য চালু নেই