কলারোয়ার বোয়ালিয়া-বাকশায় পল্লি বিদ্যুতায়নের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় পল্লি বিদ্যুতায়নের উদ্বোধন করলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সোমবার বিকেলে বোয়ালিয়া-বাকশা গ্রামের ৫২৭ টি পরিবারের জন্য বোয়ালিয়া মহিলা মাদ্রাসা ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বৈদ্যুতিক বাতির সুইচ চেপে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিদ্যুৎ খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বেড়েছে বিদ্যুতের অভাবনীয় উৎপাদন। নেই কোনো লোড শেডিং। কোনো এলাকা বিদ্যুতায়নের বাইরে থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও মিসেস সেলিনা আনোয়ার ময়না, আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি ওজিয়ার রহমান, পল্লি বিদ্যুতের ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক সাইফুল্লাহ আজাদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এসএম আফজাল হোসেন হাবিল, আ’লীগ নেতা মারুফ হোসেন, মনিরুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র। এদিকে, সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ কেঁড়াগাছির বিভিন্ন স্কুল, মাদরসা ছাড়াও বোয়ালিয়া কলেজ পরিদর্শন করেন বলে জানা গেছে। তিনি প্রায় দিনব্যাপি ওই এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।



মন্তব্য চালু নেই